স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর মোহাম্মদ আলী জিমনেসিয়ামে জেলা প্রশাসন, সিলেট আয়োজিত তিনদিনব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫’র শেষদিন ২১ মার্চ শনিবার সন্ধায় আয়োজিত এক অনুষ্ঠানে জকিগঞ্জের কাজী নুরজাহান বেগম মান্না-কে সেরা উদ্যোক্তার সনদ প্রদান করা হয়। ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে এ সনদ প্রদান করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম। পুরস্কার প্রদান করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.মুহম্মদ জাফর ইকবাল, এটুআই প্রকল্পের পরিচালক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার ও শাবিপ্রবির অধ্যাপক ড. ইয়াসমিন হক প্রমূখ। কাজী নুরজাহান বেগম মান্না জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা। তিনি কলাকুটা গ্রামের কাজী বাড়ির মৃত কাজী সিরাজ উদ্দিনের মেয়ে। ২০১২ সালেও তিনি জেলা পর্যায়ে সেরা উদ্যোক্তার সনদ ও পুরস্কার লাভ করেন। কাজী নুরজাহান বেগম মান্না জানান, ইউনিয়ন পোর্টালের পূর্ণাঙ্গ তথ্য পূরণ করায় এবং অনলাইনে ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের তথ্য প্রদান করায় তিনি এ পুরস্কার লাভ করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !