স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের তরুণ কবি মিসবাহ আজাদের লেখা প্রথম কবিতার বই “এই রৌদ্র এই রম্যতা”র মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ২৬ ফেব্র“য়ারি বৃহস্পতিবার জকিগঞ্জে একুশের বই মেলার শেষ দিনে উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মেলা মঞ্চে বইটির মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা, হাফসা মজুমদার মহিলা কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, প্রভাষক হরিদপ দত্ত, প্রভাষক খালেদ মহিউদ্দিন আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস ছালাম। এছাড়া বইটি গত ২০ ফেব্র“য়ারি শুক্রবার ঢাকা একুশের বই মেলায় প্রথমবারের মতো মোড়ক উন্মোচন করা হয়। বাংলা একাডেমীর নজরুল মঞ্চে বইটির মোড়ক উম্মোচন করেন কবি কাজী রুজি। এ সময় কবি মিসবাহ আজাদ ছাড়াও উপস্থিত ছিলেন ড. সেলু বাসিত, কবি দ্রুব গৌতম, কবি অশোক চৌধুরী ও ছড়াকার আসলাম সানি প্রমূখ। বইটি প্রকাশ করেছে প্রারম্ভিকা প্রকাশনী। পূর্বা প্রকাশনী ৩৪৯নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। বহুমাত্রিক কবি মিসবাহ আজাদের ৪৪টি কবিতা স্থান পেয়েছে বইটিতে। কবি মিসবাহ আজাদ খলাছড়া ইউনিয়নের দক্ষিণ মাদারখালের মৃত তরিক আলীর পুত্র। দর্শণ বিষয়ে মাস্টার্স করা কবি মিসবাহ আজাদ সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের প্রসেসর সার্ভার হিসেবে কর্মরত থাকলেও বর্তমানে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় তার কর্মস্থল। তার কবিতায় প্রেম-বিরহ, প্রকৃতি, মানবতা, নিসর্গ ও প্রযুক্তি স্থান প্রায় বরাবরই।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !