স্টাফ রিপোর্টার
বাংলাদেশ সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জাতীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বলেছেন, ইসলামের দৃষ্টিতে নারীরা মর্যাদার প্রতীক। ইসলাম নারীদের আবশ্যিক শিক্ষা, ধর্মচিন্তা, কর্মের স্বাধীনতাসহ অনেক কিছুতে মর্যাদা প্রদান করেছে। পিতা-মাতা, নিকটাত্মীয় ও স্বামীর সম্পত্তিতে রয়েছে নারীর সম্মানজনক অধিকার। ইসলাম নারীদের সমঅধিকার দিয়েছে এবং স্বাভাবিক চাহিদাকে যৌক্তিকভাবে স্বীকৃতি দিয়েছে। তিনি আজ রোববার বিকালে জকিগঞ্জের ইনামতি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল শেষে হানিফগ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাওলানা আব্দুর রবের বাড়িতে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাজসেবী বদরুল ইসলামের সার্বিক তত্বাবধানে ও হাফিজ ছমরুল ইসলামের ব্যবস্থাপনায় আয়োজিত এ মাহফিলে বযান পেশ করেন জামেয়া জালালীয়া ইসলামিয়া সোনাসারের প্রিন্সিপাল মাওলানা রেজাউল করীম জালালী, জাতীয় ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, ইনামতি মাদ্রাসার মুহতামীম মাওলানা আব্দুল মালিক ও জমসেদ আলী ইসলামি একাডেমীর পরিচালক মাওলানা ফখরুল ইসলাম প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী এম.এ. মতিন চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের সম্পাদক রহমত আলী হেলালী, নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধুরী বেলাল, বিশিষ্ট মুরব্বী মুহিবুর রহমান (মুবই মিয়া) ও ছমই মিয়া প্রমূখ। বয়ান শেষে বিচারপতি আলহাজ্ব আব্দুস সালাম মহিলাদের বায়াত প্রদান করেন এবং যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রবের পিতা মরহুম জামসেদ আলীর মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি ঐদিন বাদ জুহর জামেয়া জামিয়া ইসলামিয়া কাওমিয়া ইছামতি ইনামতির কারিগরী শিক্ষা ভবনে ভিত্তি প্রস্তর স্থাপন, বাদ আসর বারঠাকুরী শাহ শিতালঙ্গঁ (রহ.) এর মাজার জিয়ারত, বাদ মাগরিব সোনাসার জালালীয়া মাদ্রাসা পরিদর্শন ও বাদ এশা ইনামিত মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !