..........আব্দুল আহাদ
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা পুস্কক বিক্রেতা সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল আহাদ বলেছেন, খেলাধূলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষায় সহায়তা করে। খেলাধূলাতেই সকল বিভেদ ভুলে মানুষ একাত্ম হয়ে আনন্দ প্রকাশ করে। তাই খেলাধূলার গুরুত্ব অপরিসীম। তিনি ফুটন্ত ফুটবল ক্লাব ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। গত ২৪ ফেব্র“য়ারি মঙ্গলবার জকিগঞ্জের ইলাবাজ পূর্ব মাঠে ফুটন্ত স্পোটিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইন্যাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এলাকার বিশিষ্ট সমাজসেবী অফতার আহমদের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক বাহার আহমদের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি সুমন আহমদ। বক্তব্য রাখেন শাহাব উদ্দিন সাবু, এমাদ উদ্দিন, কাওসার আহমদ খান, আজির উদ্দিন, লুকন মেম্বার, রুবেল আহমদ, তাজুল ইসলাম ও শিপু আহমদ প্রমূখ। ফাইন্যাল খেলায় রিপন একাদশ বিএস একাদশকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেনন্টে ২০টি দল অংশ নেয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !