স্টাফ রিপোর্টার
সিলেট জেলা জিয়ামঞ্চের সহ-সভাপতি ও জকিগঞ্জ উপজেলা সভাপতি ছাত্রদল নেতা মোঃ আব্দুল্লাহ আল হাসানের বাড়িতে বেশ কয়েকদিন থেকে গভীর রাতে পুলিশ বার বার বার বার অভিযান ও তল্লাশি চালিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে। সিলেট জেলা জিয়া মঞ্চের সভাপতি আলহাজ্ব সেলিম শাহ এক বিবৃতিতে এ অভিযোগ করেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জিয়ামঞ্চ নেতা হাসান জানিয়েছেন তার গ্রামের বিএনপি তথা ২০দলীয় জোটের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে বিভিন্নভাবে পুলিশ হয়রানী করছে। এমতাবস্থায় গ্রামের ছোট-বড় কোন বিএনপি মনা মানুষ বাড়িতে থাকতে পারছে না। যার ফলে বিভিন্ন সমস্যায় ভূগতে হচ্ছে গ্রামের বহু পরিবারকে। আলহাজ্ব সেলিম শাহ বিবৃতিতে বলেন, বিএনপি এর সহযোগি সংগঠনের উপজেলা সভাপতি ও ছাত্রদল নেতা মোঃ আব্দুল্লাহ আল হাসান দলের এক নিবেদিত প্রাণ। দেশের চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার ভূমিকা অপরিসীম। তাই সময়ের সাহসী এই মুখকে গুম, হত্যা ও গ্রেফতারের ভয় দেখিয়ে রাজপথ ও দলের কার্যক্রম থেকে বিরত রাখতে চায় পুলিশ। বিবৃতিতে তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সিলেট জেলা ও জকিগঞ্জ উপজেলা জিয়ামঞ্চের কোন নেতাকর্মীর গায়ে পুলিশি অথবা লীগ নামক সন্ত্রাস বাহিনীর আক্রমণ হলে অথবা মিথ্যা মামলা দিয়ে অযথা হয়রানী করা হলে প্রশাসনকে এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে। অন্যতায় এর পরিনাম হবে ভয়াবহ। অপর এক বিবৃতিতে উপজেলা জিয়ামঞ্চের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক ও উপজেলা জিয়ামঞ্চের সাংগঠনিক সম্পাদক ঈসমাইল আহমদ জুয়েল বলেন, ১৯৭১ সালে এ দেশ স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু এ দেশের মানুষ আজও অবধি স্বাধীনতার স্বাধ গ্রহণ করতে পারেনি। তাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতিকে এ দুরাবস্থা থেকে মুক্তি দিতে ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে চলমান অবরোধ কর্মসূচী অব্যাহত রাখতে জকিগঞ্জের সকল পর্যায়ের তৃণমূল কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, যতদিন না দাবী আদায় হবে ততদিন এই অবরোধ চলছে চলবে। বিএনপি তথা ২০ দলীয় জোট আরো কঠোর কর্মসূচী দিলে জকিগঞ্জ উপজেলা জিয়ামঞ্চ নেতাকর্মীরা তা সফল করে তুলতে প্রস্তুত। বিবৃতিতে তারা পুলিশের উদ্দেশ্যে বলেন, অভিলম্বে উপজেলা জিয়ামঞ্চ সভাপতি হাসানসহ বিএনপি তথা ২০ দলীয় জোটের তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে পুলিশী অভিযান ও তল্লাশী বন্ধ করুন। তারা পুলিশের এহেন একপেশে আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !