স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের পাঠানচক গ্রামের ব্যবসায়ী আব্দুল হাসিম হত্যাকান্ডের অন্যতম অভিযুক্ত জকিগঞ্জ সদর ইউনিয়নের সাবেক সদস্যা নাছিমা বেগম লেছু (৩৫) দুই দিনের পুলিশী রিমান্ডে খুনের দায় স্বীকার করেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা জকিগঞ্জ থানার এসআই আবুল কাশেম জানান, দুই দিনের রিমান্ডে নাছিমা হত্যাকান্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করে তদন্তের সহায়ক অনেক তথ্য দিয়েছে। একইভাবে তার ভাই আতাউর রহমান আলতা (৫০) রিমান্ডে নিজেকে রক্ষা করে বিভিন্ন তথ্য প্রদান করে। জানা যায়, জকিগঞ্জ সদর ইউনিয়নের হাইল ইসলামপুর কাঁচা রাস্তার পশ্চিমের নেজাম উদ্দিনের শুকানো ডোবা থেকে গত ৭ ফেব্র“য়ারী শনিবার রক্তাক্ত অবস্থায় পাঠানচক গ্রামের আব্দুল হাশিম (৩৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় লাশের মাথার পেছনে ও উপরের অংশে এবং বাম গালে ও চোঁখের নীচে ধারালো অস্ত্রের আঘাত দেখা যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুল মন্নান (ময়না) বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩, তারিখ-০৭/০২/২০১৫ইং। মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, নিহত আব্দুল হাশিমের সাথে রহিমখার চক গ্রামের মৃত রইছ আলীর পুত্র আতাউর রহমান আলতা (৫০) ও ও তার বোন নাছিমা বেগম লেছু (৩৫) এর সাথে লেনদেন সংক্রান্ত বিরোধের বিষয়টি উল্লেখ করেন। তাদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিক নাছিমা বেগম লেছু ও তার ভাই আতাউর রহমান আলতাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি এড়িয়ে যাওয়ায় পুলিশ আদালতে আটককৃতদের ৫দিনের রিমান্ড চায়। গত ২ মার্চ সোমবার আদালত তাদের ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ অভিযুক্ত নাছিমা ও আলতাকে দুই দিনের রিমান্ডে নিযে জিজ্ঞাসাবাদ করলে তারা খুনের দায় অস্বীকার করে। তবে তারা মামলার তদন্তে সহায়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে বলে পুলিশ জানায়। অভিযুক্ত নাছিমা ও আলতা কে দুই দিনের রিমান্ড শেষে পুলিশ গত ৪ মার্চ বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !