স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের বারহাল ইউনিয়নের খিলগ্রামের শাহগলি খালের উপর বহুল প্রত্যাশিত ব্রীজের উদ্বোধন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিরোধীদলীয় হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন। তিনি আজ ৬ মার্চ শুক্রবার সকালে শাহগলী খালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এ ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে খিলগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন বারহাল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তমিজুর রহমান। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক এখলাছুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, বারহাল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল হামিদ চৌধুরী, বারহাল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোক্তাউর রহমান (চুনু মিয়া) ও জেলা জাতীয় তরুণ পার্টির আহবায়ক কমিটির সদস্য লোকমান আহমদ চৌধুরী (নোমান)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি আব্দুস শহীদ লস্কর বশির, সাবেক সাধারন সম্পাদক আবুল কাসেম মন্টু, কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, বারহাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুহিবুর রহমান চৌধুরী, সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, সমাজসেবী খলিলুর রহমান, আব্দুল হক লনি, মুক্তিযোদ্ধা আমিনুল হক, ফারুক আহমদ, আজিজুর রহমান (লিলু মিয়া), আব্দুল্লাহ আহমদ ও উজ্জল আহমদ প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেন, জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। এ এলাকার গ্যাস সরবরাহ, নদীর ভাঙ্গন, যোগাযোগ ব্যাবস্থাসহ গুরুত্বপূর্র্ন সমস্যাগুলো আমি ইতিমধ্যে জাতীয় সংসদে উপস্থাপন করেছি। সমস্যাগুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ রক্ষা করে আসছি। তিনি বলেন, আমরা সরকারের অংশীদার হলেও জাতীয় সংসদে বিরোধীদল হিসাবে সরকাররের অন্যায় কাজের প্রতিবাদ করে আসছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !