স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সাখাওয়াত আলী (সখাই স্যার) এর স্মরণে গত ২৮ ফেব্র“য়ারি শনিবার বিকালে স্থানীয় কালিগঞ্জ বাজারে এক নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবী ও শিক্ষানুরাগী মালেক আহমদের সভাপতিত্বে ও ছাত্রনেতা সাবেল রেজার পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাছেন ছাত্রনেতা মোস্তাফা উদ্দিন। শোক সভায় মরহুমের জীবন ও কর্মের জীবনের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর, ইছামতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ জালাল আহমদ, অধ্যক্ষ নজরুল ইসলাম, ইছামতি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এমাদ উদ্দিন চৌধুরী, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, সোনাসার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদুল কবির, ইছামতি উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য প্রধান শিক্ষক আব্দুল মান্নান, জেলা কাব লিডার কবি আবুল কালাম আজাদ, সমাজসেবী শফিকুল হক তাপাদার, মুক্তিযোদ্ধা ডা. গিয়াস উদ্দিন, আব্দুল আহাদ ও সীমান্তিকের মহাসচিব আব্দুল ক্দ্দুুস। বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল মান্নান, আব্দুস সামাদ আজাদ, শফিউল আলম মুন্না, শামীম আহমদ, সাহান আহমদ, সুহেল আহমদ, আব্দুল মুকিত, আব্দুল গফুর, বিলাল আহমদ, গাজী ইমরান ও সৌরব দাস প্রমূখ। সভায় বক্তারা বলেন, সমাজের নানা অসঙ্গতি সংস্কার ও একটি আর্দশ সমাজ বদলে প্রবীণ শিক্ষক সখাই স্যার ছিলেন একটি উজ্জল সম্ভাবনা। তিনি সব সময় নি:সংকোচচিত্তে নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। শিক্ষার প্রসারে তিনি ছিলেন অগ্রগামী। তার মতো গুনীজনদের শুন্যতা এখনো সমাজে বিরাজ করছে। বক্তার বলেন, সখাই স্যার তার কর্মের কারণে এলাকার মানুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বমহলের কাছে আজীবন স্বরণীয় হয়ে থাকবেন। শোক সভায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন মরহুমের ছেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান। সভা শেষে দোয়া পরিচালনা করেন ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !