স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের কাজলসার ইউনিয়নের মঙ্গলশাহ গ্রামের এক তরুনী (১৭) পার্শ্ববর্তী গোটারগ্রামের লেগুনা চালক রুবেল আহমদ (২০) এর সাথে মোবাইল ফোনে প্রেম করে ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা মঙ্গলশাহ গ্রামের ভ্রাম্যমান চানাচুর বিক্রেতা বাদী হয়ে জকিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। বাদী অভিযোগে উল্লেখ করেন, ধর্ষক রুবেল গত এক বৎসর পূর্বে তার মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথাবার্তা বলে এবং মেয়েকে বিবাহ করার আশ্বাস দিয়ে আসছে। গত ২ মার্চ সোমবার সন্ধা ৭টার দিকে রুবেল তার বাড়ীতে এসে মেয়েকে ডাক দেয়। তার মেয়ে সরল বিশ্বাসে ঘর থেকে বের হওয়া মাত্রই রুবেল তাকে জোরপূর্বক মূখে চাঁপ দিয়ে পার্শ্ববর্তী কটালপুরবন্দে নিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ৩/৪ বার ধর্ষণ করে। এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !