স্টাফ রিপোর্টার
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা হাফিজ জুনাইদ বাবুনগরী বলেছেন, আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। যুগে যুগে যারা ইসলামের বিরোধীতা করেছে তারাই ধ্বংস হয়েছে। বাংলাদেশসহ সারা বিশ্বে নাস্তিক মুরতাদ ও মুশরিকরা ইসলামকে উৎখাতের অপচেষ্টা চালাচ্ছে। তাদের কোনো ষড়যন্ত্রই তৌহিদী জনতা সফল হতে দেবে না। তিনি বলেন, যে মন্ত্রী বোরকার বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে তার মন্ত্রীত্ব থাকার কথা নয়। যে লেখক বই মেলায় বই লিখে মহানবী (সা.)কে আক্রমন করে তার বই বাজেয়াপ্ত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পর্দা না মানার কারণেই নারী অপহরণ, নারী নির্যাতন ও ইভটেজিং বাড়ছে। এছাড়া খুন গুমের সমালোচনা করে তিনি বলেন, শাপলা চত্ত্বরের সমাবেশ ক্ষমতা দখলের ছিল না। এটি ছিল আশেকে রাসুলদের ঈমান রক্ষার সমাবেশ। গতকাল শুক্রবার জকিগঞ্জের কালিগঞ্জে জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ইসলামী সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শায়খুল হাদীস আল্লামা জিয়াউদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা রায়হান উদ্দিন এবং বিলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বয়ান রাখেন জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজারের মুহতামীম আল্লামা মকদ্দস আলী, জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দির মুহতামীম আল্লামা শায়খ আব্দুল গনী, জামেয়া ইসলামিয়া ফয়জে আম মুন্সিবাজারের মুহাদ্দিস আল্লামা আব্দুল মুছাব্বির, হবিগঞ্জের মাওলানা তফাজ্জুল হক আজিজ, সিলেটের ক্বারী আব্দুল মতিন, ক্বারী মুখতার আহমদ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আব্দুল মুনিম, মাওলনা আব্দুন নূর, মাওলানা ফারুক আহমদ প্রমুখ। অনুষ্ঠানে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !