
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের বৈরাগী বাজার থেকে এলাকাবাসীর সহযোগিতায় গত ১৭ মার্চ মঙ্গলবার সকালে ডাকাত সন্দেহে বাবুল বিশ্বাসকে আটক করে পুলিশ। আটক বাবুল বিশ্বাস উপজেলার বিরশ্রী ইউনিয়নের রঘুরাশী গ্রামের মৃত খিতিশ বিশ্বাসের ছেলে। জানা যায়, আটকের পর বাবুল বিশ্বাসকে জকিগঞ্জ থানায় নিয়ে যাওযা হয়। থানা হাজতে সে অসুস্থ হয়ে পড়লে পুলিশের জিম্মায় পরদিন বুধবার সকাল ১১টায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় জকিগঞ্জ সরকারি হাসপাতাল থেকে হ্যান্ডকাপসহ পরদিন বৃহস্পতিবার ভোরে পালিয়ে যায় বাবুল বিশ্বাস। এ ঘটনায় চরম বিপাকে পড়ে জকিগঞ্জ থানা পুলিশ। তৎপর হয়ে উঠে পুরো পুলিশ প্রশাসন। অভিযান শুরু করে এলাকায় এলাকায়। অবশেষে ঐদিন সন্ধায় জকিগঞ্জ পৌর এলাকার কেছরী গ্রাম সংলগ্ন হাওর থেকে তাকে পুনরায় হ্যান্ডকাপসহ আটক করে পুলিশ। এতে স্বস্তি ফিরে আসে পুরো পুলিশ প্রশাসনে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !