স্টাফ রিপোর্টার
‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি আমি কি ভুলিতে পারি’ একুশের অমর এ গানটির সাথে কণ্ঠ মিলিয়ে বর্নিল সাজে সজ্জিত হয়ে সুশৃঙ্খলভাবে দৃষ্টিনন্দন প্রভাত ফেরিসহ দিনব্যাপী নানা আয়োজনে জকিগঞ্জ সরকারি কলেজ মহান ভাষা দিবস ও আন্তর্জাাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। বাংলা বর্ণ ও ভাষা সংক্রান্ত নানা শ্লোগান লিখা প্লে কার্ড ধারণ করে ৬৩তম ভাষা দিবসের সকালে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা প্রভাত ফেরির র্যালী নিয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। কলেজ শহীদ মিনারে দ্বিতীয় দফা পুস্পাঞ্জলি অর্পণ করে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিক্ষক শিক্ষার্থীরা। ‘বাংলা ভাষার ব্যবহার ও একুশের চেতনা’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক আনোয়ার হোসেন। বাংলা বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলামের পরিচালনায় এ সভায় বক্তব্য রাখেন প্রভাষক ফারহানা হামিদ, প্রভাষক মোঃ আকসানুল হক, প্রভাষক নীলমনি চন্দ্র দেব, প্রভাষক মোঃ মুসলেহ উদ্দিন খান, শিক্ষার্থী দুলাল হোসেন, আজাদ মিয়া, স্বর্ণা রাণী প্রমুখ। এ উপলক্ষে রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরিশেষে ভাষা শহীদদের আতœার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মুক্তিযুদ্ধের চেতনাকে ঐক্যবদ্ধভাবে লালনের শপথে নতুন উদ্দীপনায় দেশ গড়ার প্রত্যয়ে পালিত জকিগঞ্জ সরকারি কলেজের প্রভাত ফেরি শহরবাসীর দৃষ্টি কাঁড়ে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !