স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া গ্রামের ব্যবসায়ী সোহেল আহমদের বাড়ীতে গতকাল সোমবার রাত আড়াইটার দিকে এক দুধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের দরজা ও বাইরের কলাসিপল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাত দল নগদ ৬০ হাজার টাকা, ১১ তোলা স্বর্ণ, ১টি ল্যাপটপ কম্পিউটার, ১টি টিভি, ৩ সেট মোবাইল, ২টা চার্জ লাইটসহ মুল্যবান মালামাল নিয়ে যায়। বাড়ীর মালিক সোহেল আহমদ বিষয়টি স্বীকার করে বলেন, ১৫/১৬ জনের ডাকাতদল ঘরের দরজা ভাঙ্গার সময় তিনি বাঁধা দিতে গিয়ে আহত হন। ডাকাতরা চলে যাওয়ার পর তিনি বিষয়টি জকিগঞ্জ থানাকে অবগত করলে তাৎক্ষণিক এসআই রাশেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন। এ সময় ডাকাতরা পার্শ্ববর্তী হাওরে চলে যাওয়ায় পুলিশ তাদের ধরতে ব্যার্থ হয়। এছাড়া সকালে ঘটনার সংবাদ শুণে ঘটনাস্থলে আসেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক ফারুক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার জোসনা খানম ও কাউন্সিলর আব্দুল মুনিম প্রমূখ।
জকিগঞ্জ পৌর এলাকার খলাছড়া গ্রামের ব্যবসায়ী সোহেল আহমদের বাড়ীতে গতকাল সোমবার রাত আড়াইটার দিকে এক দুধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের দরজা ও বাইরের কলাসিপল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাত দল নগদ ৬০ হাজার টাকা, ১১ তোলা স্বর্ণ, ১টি ল্যাপটপ কম্পিউটার, ১টি টিভি, ৩ সেট মোবাইল, ২টা চার্জ লাইটসহ মুল্যবান মালামাল নিয়ে যায়। বাড়ীর মালিক সোহেল আহমদ বিষয়টি স্বীকার করে বলেন, ১৫/১৬ জনের ডাকাতদল ঘরের দরজা ভাঙ্গার সময় তিনি বাঁধা দিতে গিয়ে আহত হন। ডাকাতরা চলে যাওয়ার পর তিনি বিষয়টি জকিগঞ্জ থানাকে অবগত করলে তাৎক্ষণিক এসআই রাশেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে আসেন। এ সময় ডাকাতরা পার্শ্ববর্তী হাওরে চলে যাওয়ায় পুলিশ তাদের ধরতে ব্যার্থ হয়। এছাড়া সকালে ঘটনার সংবাদ শুণে ঘটনাস্থলে আসেন জকিগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক ফারুক, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার জোসনা খানম ও কাউন্সিলর আব্দুল মুনিম প্রমূখ।
বাহ ,বেস বেস এই হল আমাদের জকিগঞ্জ আওয়ামীলীগের অত্যাচার, আর কত সহ্য করব আসহায় মানুষ গুলি, অন্যায়ের প্রতিবাদ করলে মিত্তা অপবাদ দিয়ে জেল হাজতের শিকড়ে আটকে তাকতে হয়, সাতে ও তাকে তাদের পলিশ লীগ ।আর কত না অত্যাচার ?কোন দিন শুনি নাই যে জকিগঞ্জে সন্ত্রাসী এবং খুন খারাপি ডাকাতি হতে আর এখন পতি সাপ্তাহের খবরে দেখা যায় কোন না কোন ঘটনা । এই আওয়ামীলীগের অত্যাচার থেকে কবে রেহাই পাব এই নিরিহ মানুষ গুলি ? এই সব গুম খুন ডাকাতি টিক মত হওার জন্য আমাদের জকিগজের ওসি শফিকুর রাহমান সাহেব কে সিলেট জেলার বেস্ট ওসি হিসাবে চিহ্নিত করা হয়েছে ??আপনারা সবাই এক মত হলে like দিবেন।
উত্তর দিনমুছুন