..........গিয়াস আহমদ মজুমদার
আহমদুল হক চৌধুরী বেলাল
বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও যুক্তরাষ্ট্র প্রবাসী গিয়াস আহমদ মজুমদার বলেছেন, খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। আর তাই তো শিক্ষার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বলেন, একজন ভালো খেলোয়াড় দেশের জন্য সুনাম বয়ে আনতে সক্ষম। এজন্য শিক্ষার্থীরা লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করে নিজেদের ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে হবে। তিনি গত ২৫ ফেব্র“য়ারি বুধবার জকিগঞ্জের ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষানুরাগী খলিলুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কফিল উদ্দিন। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শফিকুল ইসলাম, মাখন চন্দ্র নাথ ও মোবারক হোসাইন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবী, শিক্ষানুরাগী ও যুক্তরাজ্য প্রবাসী শফিকুর রহমান মজুমদার পল, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী। বক্তব্য রাখেন সাংবাদিক আহমদুল হক চৌধুরী বেলাল, প্রধান শিক্ষক জামাল উদ্দিন লস্কর, প্রতিভা রানী নাথ, শিক্ষক মোঃ রুহুল আমীন, ইসলাম উদ্দিন, আব্দুর রহমান, মোস্তফা আহমদ, আশফাক আহমদ, জামিল আহমদ, ফারুক আহমদ, মোঃ আল আমীন, হাজী আব্দুর রউফ, নিরুন্নাহার বেগম, আব্দুল হক, আব্দুল লতিফ, মাশুক আহমদ, হাজী আখল মিয়া, এখলাছুর রহমান মিরাশী, রায়হান আহমদ ও ফোয়াদ আহমদ প্রমূখ। অনুষ্ঠানে গিয়াস মজুমদার হাফছা মজুমদার মহিলা কলেজের যুক্তরাষ্ট্র প্রবাসী এক ছাত্রীর স্মৃতিচারণ করে বলেন, তাকে আমি আমেরিকা দেখি এবং আমার কছে একটি চাকুরী চায়। হাফছা মজুমদার মহিলা কলেজের ছাত্রী ভেবেই তৎক্ষনিক ইন্টারভিউ ছাড়াই চাকুরী দেই এবং আমার গর্বে বুক ভরে যায়। সে জকিগঞ্জ থেকে লেখাপড়া করে আজ আমেরিকার একটি স্বনামধন্য ফার্মে দক্ষতার সহিত দায়িত্ব পালন করে যাচ্ছে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্যোগে সাংস্কৃতিক পর্বের গান – অভিনয় দেখে মুগ্ধ হয়ে একজন গানের শিক্ষক ও উপকরণ যা লাগে তার ব্যয় ভার বহনের ঘোষনা দেন। এছাড়া তিনি অনুষ্ঠানে নিজ উদ্যোগে প্রতিটি ক্লাসের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীদের নগদ ৫’শ টাকা করে প্রদান করেন। অনুষ্ঠান শেষে ক্রিড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে তিনি পুরস্কার প্রদান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !