স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের বিরশ্রী ইউনিয়নের বড়চালিয়া গ্রামের একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে করুন মৃত্যু হয়েছে। জানা যায়, আজ ১৪ মার্চ শনিবার বিকালে বড়চালিয়া গ্রামের সঞ্জিত পালের দুই বছরের শিশু অর্প পাল ও তার চাচাত ভাই রাজু পালের তিন বছরের শিশু শ্রেষ্ঠ পাল ঘরের পাশে খেলতে ছিল। খেলার ফাঁকে ওই দুই শিশু বাড়ির লোকজনের অগোচরে পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় অর্প ও শ্রেষ্টকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুজাখুজি শুরু করেন। অনেক খুজাখুজির পর বাড়ির পুকুরের পানি থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। তাৎক্ষণিক শিশু দু’টি কে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন। এক সাথে দুই শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !