আওয়ামীলীগ সরকারের গুম, হত্যা ও বিরোধীদলীয় নেতাকর্মীদের উপর মিথ্যা মামলার দিয়ে হয়রানির প্রতিবাদে গত ১০ মার্চ, মঙ্গলবার বিকালে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ মিছিলে হামলা চালিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের নেতাকর্মীরা। এ সময় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিপূল সংখ্যক নেতাকর্মীদের ধাওয়ায় আওয়ামীলীগ নেতাকর্মীরা পালিয়ে যায়। পরদিন ১১ মার্চ বুধবার ক্ষমতাসিন আওয়ামীলীগের বিপূল সংখ্যক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে দু-পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভয়াবহ সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আব্দুল হামিদ (৩০) নামের একজন পথচারী নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সংঘর্ষকালে আওয়ামীলীগ নেতাকর্মীরা যুবদল নেতা জাকির হোসেনের ‘রহমান ভেরাইটিজ’ সহ বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুর করে লোটপাট চালায়। এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল হাই বাদী হয়ে যুবদল ও ছাত্রদলের ১২ জন নেতাকর্মীকে আসামী করে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ১। হাবিবুর রহমান ২। জাকির হোসেন ৩। সাকির আহমদ ৪। কাওছার আহমদ ৫। নাছিম রেজা ৬। আললেন্দু কুমার দাস ৭। আক্তারুজ্জামান ৮। ইসলাম হোসেন ৯। আনু মিয়া ১০। রাজু ১১। গুলজার ১২। সাকিল।
মামলার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ওসি জামসেদ আলম বলেন, ্আসামীরা সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল হাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীদের ধরতে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে। আসামীদের পুলিশ কোথাও খুজে পাচ্ছেনা।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !