স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর তেররতন মুছব্বির মিয়ার কলোনী থেকে আব্দুল আহাদ (৩০) নামে হত্যা মামলার এক আসামীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোরে জকিগঞ্জ থানার এসআই রাজিব মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে জকিগঞ্জের রতনগঞ্জ বাজারের পার্শ্ববর্তী তেরাদিঘী থেকে গলা কাটা অবস্থায় উদ্ধারকৃত ভূলন মিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক আব্দুল আহাদ জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের মৃত আবুল কালাম উরফে কুটি মিয়ার ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজিব মন্ডল জানান, আটক আব্দুল আহাদ পেশায় একজন গাড়ি চালক। ভূলন মিয়া হত্যাকান্ডে তার গাড়ি ব্যবহার করা হয়েছে। হত্যাকান্ডের সাথেও সে জড়িত। এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খান বলেন, ভূলন মিয়া হত্যা মামলার আটক আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী আব্দুল আহাদকে আটক করা হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততার বিষয়টি পরিস্কার হবে। জানা যায়, গত ১৬ জানুয়ারি দুপুরে জকিগঞ্জের রতনগঞ্জ বাজারের পার্শ্ববর্তী তেরাদিঘী থেকে কিশোরগঞ্জ জেলার মিঠামঈন উপজেলার চারিগ্রামের হতদারিদ্র্য ভূলন মিয়ার গলা কাঁটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জকিগঞ্জের কাজলসার গ্রামের মৃত হারিছ আলীর (ডালই ড্রাইভার) ছেলে রাসেল আহমদ (২৮) কে পুলিশ আটক করলে হত্যাকান্ডের রহস্য বেরিয়ে আসে। তার স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের মুদরিছ আলীর ছেলে হাবিবুর রহমান বুতই ও আব্দুল আহাদকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, হত্যাকান্ডের সাথে জড়িত অপর এক আসামী এখনও আত্মােগাপনে রয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !