স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে আসছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা জুনায়েদ বাবুনগরী। জানা যায়, ‘গোয়াইনঘাট কওমি ছাত্র ঐক্য পরিষদের’ সিরাতুন্নবী (স.) মহা সম্মেলনে যোগ দিতে আগামী ৬ মার্চ শুক্রবার সিলেট আসছেন। তিনি ঐদিন গোঘাইনঘাট উপজেলার মাতুরতল বাজার মাদ্রাসা মাঠে আয়োজিত সিরাতুন্নবী (স.) মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে জকিগঞ্জের উদ্দেশ্যে রওয়ান হবেন। তিনি শুক্রবার বিকালে জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ জামেয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন। এ প্রসঙ্গে কালিগঞ্জ জামেয়া ইসলামিয়ার পরিচালক হাফিজ মাওলানা বাহার উদ্দিন জানান, আমাদের মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তাকে দাওয়াত করা হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন। তাই সকল ধর্মপ্রাণ মুসল্লিদের উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত থাকতে অনুরোধ করছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !