স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ অপূর্ব সমাজ কল্যাণ সংস্থা এলাকার শিক্ষা বিস্তারে মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এ সংস্থার উদ্যোগে গত ২২ ফেব্র“য়ারি রোববার সকালে গন্ধদত্ত প্রাথমিক বিদ্যালয়, গোলকচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, হামিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দারুল উলুম আনন্দপুর মাদ্রাসায় পৃথকভাবে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন অপূর্ব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সাহাব উদ্দিন তাপাদার শাকিল, কোষাধ্যক্ষ হাফিজ মাওলানা হোসাইন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক রশিদ আহমদ শরীফ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হোসেন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক গুলজার আহমদ। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন, প্রধান শিক্ষক সফিকুর রহমান, প্রধান শিক্ষিকা জাহানারা বেগম, শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহীম, শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস প্রমূখ। অপূর্ব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে খাতা-কলম বিতরণ করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !