স্টাফ রিপোর্টার
দৈনিক সিলেটের ডাকের কানাইঘাট প্রতিনিধি জামাল উদ্দিনকে কানাইঘাট বাজারে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা কর্তৃক নির্যাতনের পর নাটকীয়ভাবে পুলিশ তাকে একটি হত্যা মামলায় গ্রেফতারের নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন জকিগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ। এক বিবৃতিতে তারা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে একজন সংবাদিকের ওপর হামলা ও শারিরিক নির্যাতনের পর পুলিশ তাকে ধরে নিয়ে একটি হত্যা মামলায় চার্জশীট বহিভূর্ত আসামী করে আদালতে প্রেরণ সত্যিই দুঃখজনক। এটা স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণ পরিপন্থি। পুলিশ কর্তৃক সাংবাদিকরা এমন নাটকীয়ভাবে গ্রেফতার হলে তারা পেশাগত দায়িত্ব পালনে সংকিত হয়ে পড়বেন। তাই অবিলম্বে সাংবাদিক জামাল উদ্দিনকে নিঃশর্ত মুক্তি দেয়া উচিত। বিবৃতিদাতারা হলেন, দৈনিক ইনকিলাব ও সিলেটের ডাকের প্রতিনিধি বদরুল হক খসরু, দৈনিক আমার দেশ ও জালালাবাদ প্রতিনিধি এখলাছুর রহমান, দৈনিক কালের কন্ঠ ও সবুজ সিলেট প্রতিনিধি আল মামুন, দৈনিক সমকাল ও যুগভেরী প্রতিনিধি শ্রীকান্ত পাল, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, নির্বাহী সম্পাদক আহমদুল হক চৌধুরী বেলাল, দৈনিক মানবজমিন ও শ্যামল সিলেট প্রতিনিধি রিপন আহমদ, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি অপূর্ব পাল, দৈনিক কাজির বাজার প্রতিনিধি কে.এম.মামুন ও দৈনিক সিলেট বাণী প্রতিনিধি আল হাসিব তাপাদার প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !