স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হানের পিতা ও ইছামতি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক সাখাওয়াত আলী (সখাই স্যার) এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি আজ বুধবার সকাল সোয়া ১০টায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। বিকাল ৫টায় প্রবীণ এই শিক্ষকের জানাজা ইছামতি কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা আব্দুল হক। জানাজায় রাজনীতিবীদ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ উপস্থিত হন। বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দার, বীরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছাত্তার, কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, খলাছড়া ইউনিয়ন চেয়ারম্যান কবির আহমদ, জকিগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ফয়েজ আহমদ, সুলতানপুর ইউনিয়ন চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী একল, বারঠাকুরী ইউনিয়ন চেয়ারম্যান মহসিন মর্তুজা চৌধুরী টিপু, কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান আলতাফ হোসেন লস্কর, জকিগঞ্জ থানার ওসি মোঃ সফিকুর রহমান খান, ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাসুক আহমদ, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন, ইছামতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, কসকনকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ময়নুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, আব্দুল আহাদ, মালেক আহমদ, শিব্বির আহমদ চৌধুরী আলম ও কালিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারী মনুর উদ্দিন চৌধুরী প্রমূখ। এদিকে চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হানের পিতা প্রবীণ শিক্ষক সাখাওয়াত আলী (সখাই স্যার) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার, সীমান্তিকের পৃষ্ঠপোষক ড.আহমদ আল কবীর, সিলেট বিভাগ আইনজীবী পরিষদের সধারন সম্পাদক এড. মোশতাক আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, সিলেট মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান মনি, জকিগঞ্জ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আউয়াল হেলাল ও সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !