স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমকে মোবাইলে এসএমএস করে হত্যার হুমকির অভিযোগে গতকাল সোমবার গভীর রাতে জকিগঞ্জের এক কওমী মাদ্রাসার মুহাদ্দিসকে আটক করেছে পুলিশ। আটক মাওলানা সা’দ উদ্দিন উপজেলার “শাহবাগ জামেয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম” এর শিক্ষক। তিনি জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হারিছ আলীর পূত্র। জানা যায়, জকিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ঢাকার বনানী থানা পুলিশ মোবাইল ফোনের কললিষ্টের সূত্র ধরে সোমবার গভীর রাতে মাদ্রাসার হোস্টেল থেকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় তাকে মাদ্রাসা হোস্টেল থেকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে মাদ্রাসার হোস্টেলে থাকা অপর শিক্ষক মাওলানা ফারুক আহমদ বলেন, মোবাইল ফোনের কললিষ্টের সূত্র ধরে আটক মাওলানা সা’দ উদ্দিনের এক পরিচিত জনকে নিয়ে গভীর রাতে পুলিশ এসে কোন কিছু বুঝে উঠার আগেই পুলিশ তাকে ধরে নিয়ে যায়। মাদ্রাসার নায়বে মুহতামীম মাওলানা মুফতি মাসউদ আহমদ বলেন, মাদ্রাসার মুহাদ্দিসকে আটকের খবর পেয়ে আমরা থানায় গেলে পুলিশ জানায় তাঁর বিরুদ্ধে ঢাকার বনানী থানায় হত্যার হুমকির অভিযোগে জিডি রয়েছে। আটক মাওলানা সা’দ উদ্দিনকে সকাল ১০টার দিকে জকিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিষয়টির সত্যতা স্বীকার করেছেন জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খান। এছাড়া মঙ্গলবার বিষয়টি তদন্তে ডিবি পুলিশ আটক মাওলানা সা’দ উদ্দিনের বাড়ি ও মাদ্রাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !