স্টাফ রিপোর্টার
সিলেট জেলা ছাত্রদল নেতা অলি চৌধুরীর বাসায় যৌথ বাহিনীর অভিযান ও প্রতিনিয়ত পুলিশী হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। তাঁরা এক যৌথ বিবৃতিতে বলেন, চলমান গণতন্ত্র পূনরুদ্ধারের সংগ্রামে অবতীর্ণ রাজপথের সাহসী মুখগুলোকে গুম, হত্যা ও গ্রেফতারের মাধ্যমে সরকারের বাকশালী মনোভাবকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে প্রশাসনে বিভিন্ন বাহিনী তৈরী করে দেশপ্রেমিক নেতাকর্মী ও জনগণকে প্রতিনিয়তি নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাই প্রশাসনকে এ পথ পরিহার ও ছাত্রনেতা অলি চৌধুরীকে হয়রানী বন্ধ করে গণতান্ত্রিক পন্থায় ফিরে আশার আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ, সাধারণ সম্পাদক আবু সালেহ লোকমান, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !