“ষড়যন্ত্র করে সত্যকে মিথ্যা দিয়ে
কখনো চাঁপা দেওয়া যায় না”
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামের মাওলানা জয়নুল ইসলাম একটি মামলায় দীর্ঘ আড়াই মাস কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন। গত ১৬ ফেব্র“য়ারী সোমবার আদালত তাঁর জামিন মঞ্জুর করলে পরদিন মঙ্গলবার তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। জানা যায়, মাওলানা জয়নুল ইসলাম সিলেট শহরতলীর খাদিম ৩নং রোডের জামে’আহ দারুল ইসলামের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল। গত বছরের ৩ ডিসেম্বর বুধবার রাতে ওই মাদ্রাসার নবম শ্রেণীর জনৈক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এনে শাহপরান (রহ.) থানা পুলিশ আটক করে নিয়ে যায়। গ্রেফতারের দু’দিন পর ৫ ডিসেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (রহ.) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলায় দায়ের করেন ওই ছাত্রীর ভাই সাজ্জাদ হোসেন খোকন। অভিযোগ রয়েছে, মাওলানা জয়নুল ইসলামের মানহানির জন্য পুলিশ অদৃশ্য ইন্দনে নাঠকীয়ভাবে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে কোন ধরণের লিখিত অভিযোগ না থাকার সত্বেও তদন্ত ছাড়াই তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। এছাড়া তাকে আদালতে প্রেরণকালে পুলিশ ধর্ষণের অভিযোগ আনলেও মামলার এজাহারে ভিকটিমের ভাই ধর্ষনের চেষ্ঠার কথা তুলে ধরেন। এনিয়ে এলাকার সচেতন মহলের নিকট ক্ষোভের সৃষ্ঠি হয়েছে।
এদিকে জামে’আহ দারুল ইসলাম খাদিমপাড়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জয়নুল ইসলামের কারা মুক্তি উপলক্ষে গত ১৭ ফেব্র“য়ারী মঙ্গলবার জামে’আহ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামে’আহ এর শিক্ষক হাফিজ বাহাউদ্দিন আরমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক ভাইস প্রিন্সিপাল হাফেজ মাওঃ বদরুল ইসলাম, সাবেক শিক্ষক মওলানা নূরুল ইসলাম চৌধুরী, কাওছার আহমেদ চৌধুরী, অভিভাকমণ্ডলীর সদস্য মাওলানা আব্দুল আজিজ, মওলানা কামরুল ইসলাম, মাওঃ মাসুক আহমদ, প্রাক্তন ছাত্র মোহাম্মদ কুতুব উদ্দিন ও আব্দুল মতিন নাঈম। উপস্থিত ছিলেন শিক্ষক আলেমা সুলতানা ইসলাম, মাসুমা আখতার সীমা, আলিমা আক্তার লিমা, শারমিন আক্তার প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকমণ্ডলী সদ্য কারামুক্ত প্রিন্সিপালকে ফুলেল শুভেচ্ছা জানান। সংবর্ধনার জবাবে প্রিন্সিপাল মাওলানা জয়নুল ইসলাম বলেন, আমাকে অত্যন্ত সু-পরিকল্পিত ভাবে ষড়যন্ত্রমূলক গ্রেফতার করানো হয়েছে। শুধুমাত্র আমার প্রিয় প্রতিষ্ঠান জামে’আহ দারুল ইসলামকে ধ্বংসের জন্য আমাকে মামলায় জড়ানো হয়েছে। তিনি বলেন, সত্যকে কখনো মিথ্যা দিয়ে চাপা দেওয়া যায় না। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সত্য বেড়িয়ে আসবেই। আর সেদিন এই ষড়যন্ত্রের নেপথ্যের নায়কদের আসল চেহারা জনসম্মুখে উন্মোচিত হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !