সিলেট জেলা শহর থেকে সব চেয়ে দূরের উপজেলা জকিগঞ্জ। সে কারণে নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে এ অঞ্চলের মানুষ। শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা সহ জনগুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে মানুষ প্রতিনিয়ত দূর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলাবাসী এনিয়ে সময়ে সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করে আসলেও প্রত্যাশা অনুযায়ী দাবী পূরণ হচ্ছে না। সম্প্রতি জকিগঞ্জে গ্যাস সরবরাহের দাবী নিয়ে মাঠে নেমেছেন এ উপজেলার বারহালবাসী। এটা শুধু বারহালবাসীর নয়, এ দাবী জকিগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের। কিন্তু আজ অবধি দাবীটি পূরণ হচ্ছে না। অথচ অনেক পূর্বে পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলায় গ্যাস সরবরাহ করা হয়েছে। এলাকাবাসীর প্রশ্ন, বিয়ানীবাজারবাসী অনেক পূর্বে গ্যাস পেয়েছে আমরা কেন পাইনি? মানুষের এ প্রশ্নের উত্তরটা বের করা অনেক কঠিন। কেননা এখন দেশের সর্বত্র পরিবর্তনের হাওয়া লেগেছে। উন্নয়ন ও অগ্রগতিতে ধাঁপে ধাঁপে এগিয়ে যাচ্ছে একেক উপজেলা। কিন্তু জকিগঞ্জ সেই পুরনো দিনের মতো এখনও পিছিয়ে আছে। সেই আদি যুগের মতো আজও এ উপজেলার মানুষ লাকড়ি দিয়ে রান্না-বান্না করছে। যা বর্তমান সময়ের মেয়েদের জন্য কঠিন একটি কাজ। এছাড়া অনেক প্রবাসী নিজেদের কষ্ঠার্জিত টাকা নিজ এলাকায় বিনিয়োগ করে গড়ে তুলতে পারছেন না ছোট-বড় শিল্প-কারখানা। তাদের প্রেরিত টাকাগুলো সাধারণত ব্যাংকে অলস হিসেবে পড়ে থাকছে। আর কলকারখানা গড়ে না উঠায় সরকার যেমন রাজস্ব হারাচ্ছে ঠিক তেমনি জকিগঞ্জে বেকারের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি অনুধাবন করে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশনে জকিগঞ্জে গ্যাস সরবরাহের দাবী জানিয়েছেন। সচেতন মহল মনে করেন, সিলেটের গ্যাস দেশের বিভিন্ন অঞ্চলের মানুষজন ব্যবহার করলেও জকিগঞ্জে গ্যাস না থাকাটা দূঃখজনক। গ্যাস না থাকার কারনে জকিগঞ্জের মানুষ বাধ্য হয়ে গাছ কেটে লাকড়ি বানিয়ে জ্বালানী হিসেবে ব্যবহার করছেন। যার ফলে দিন দিন এ উপজেলায় গাছপালার সংখ্যাও কমে যাচ্ছে। এতে করে নষ্ট হচ্ছে আমাদের পরিবেশ। সচেতন মহল আশা প্রকাশ করে বলেন, পাইপলাইন নির্মাণের মাধ্যমে অতিসত্বর জকিগঞ্জে গ্যাস সরবরাহ করা হবে। অন্যতায় গ্যাসের সুবিধাদি থেকে জকিগঞ্জ উপজেলাবাসী বঞ্চিত হবে। যার ফলে সম্ভাবনাময় এ উপজেলায় কল-কারখানা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা কঠিন হয়ে পড়বে। আমরা মনে করি, নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ তাদের নির্বাচনী ইশতেহারে যে কয়টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল তন্মধ্যে ‘বিদ্যুৎ ও জ্বালানি’ খাতের উন্নয়ন ছিল অন্যতম। তাই সময়ের এ দাবী পূরণে জকিগঞ্জে গ্যাস সরবরাহে সরকার আন্তরিকতার পরিচয় দিবেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !