স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের ঢালুরপাড় গ্রামের এক সংখ্যালঘু হত দরিদ্র পরিবারের চতুর্থ শ্রেনিতে পড়–য়া নয় বছরের এক ছাত্রী ধর্ষিত হয়েছে। জানা যায়, বিপক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গত ১১ ফেব্র“য়ারি বুধবার বিকালে বাড়ি থেকে কিছুটা দূরে মাছ ধরা দেখতে গেলে এ ঘটনা ঘটে। পরিবারের লোকজন জানান, মেয়েটিকে একা পেয়ে প্রতিবেশী মৃত রজত বিশ্বাসের ছেলে হিমুন বিশ্বাস (২৫) জোরপূর্বক নির্যাতন করে। নির্যাতনের শিকার মেয়েটি বাড়িতে এসে ভয়ে কাউকে কিছু বলেনি। পরদিন সকালে মেয়েটির বিছানায় প্রচুর রক্ত দেখে কারণ জিজ্ঞাসা করলে সে ঘটনাটি খুলে বলে। এরপর থেকে প্রায় নয় দিন কিছু কিছু রক্তক্ষরণ হলেও তারা লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখার চেষ্ঠা করেন। গত ১৯ ফেব্র“য়ারি বৃহস্পতিবার মেয়েটির রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় জকিগঞ্জ সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন। সেখানে চিকিৎসা শেষে মেয়েটিকে গত ২৩ ফেব্র“য়ারি সোমবার বাড়িতে নিয়ে আসা হয়। মেয়েটির মা জানান, মেয়ের বাবা একজন ভূমিহীন কৃষক। ২ ভাই ও ৫ বোনের মধ্যে সে সবার ছোট। মেয়েটির বড় বোনের বিয়ের কথাবার্তা চলছে। তাই লোক লজ্জার ভয়ে তারা মুখ খুলতে রাজী নয়। এ বিষয়ে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে কর্মরত সাব ইন্সিপেক্টর আব্দুস সাত্তার জানান, আমরা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জকিগঞ্জ থানার নিকট প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করেছি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !