.......... ইউএনও টিটন খীসা
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেছেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প দেশের দারিদ্র্য জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। এতে দেশের গরীব ও অসহায় মানুষ বাঁচার পথ খুঁজে পেয়েছে। গ্রামাঞ্চলের হতদারিদ্র্য মানুষের মনের হতাশা দুরিভূত হয়ে আশার সঞ্চার হয়েছে। তাই দেশের দারিদ্র্য বিমোচনে একটি বাড়ি একটি খামার প্রকল্পের বিকল্প নেই। তিনি গত ১২ ফেব্র“য়ারী বৃহস্পতিবার দুপুরে জকিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গ্রাম সমিতি সমূহের মধ্যে ঋণ বিতরণকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ জুলকার নাইনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আব্দুল মোহাইমিন চৌধুরী, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদের প্রধান সম্পাদক রহমত আলী হেলালী ও জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি আল মামুন। উপস্থিত ছিলেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল কাদির, কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী কাওছার আহমদ, মাঠ সহকারী, সুজিত বিশ্বাস, আশিষ বিশ্বাস, সাইদুল ইসলাম, রোকসানা বেগম, আবুল হাসান, রিপন বিশ্বাস, রুবেল দাস ও বাবলা মোহন বিশ্বাস সহ গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ও ম্যানেজারবৃন্দ। এ সময় অতিথিবৃন্দ উপজেলার মাইজগ্রাম, জামালপুর, মোহাম্মদপুর, ডেমারগ্রাম, হামিন্দপুর, নোয়াগ্রাম, দেয়ানচক, দাউদপুর গ্রাম উন্নয়ন সমিতির মধ্যে ৪ লক্ষ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !