স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের বাবুর বাজারের পাশে গত ১৬ ফেব্র“য়ারি সোমবার রাতে একটি যাত্রীবাহী বাস ভাঙ্গচুর করেছে দুর্বত্তরা। জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জগামী বাস লুতফা এন্টারপ্রাইজ স্থানীয় ইউনিয়ন অফিসের সামনে আসলে কয়েকজন মুখোশধারি যুবক ইটপাটকেল ছুড়ে। এতে গাড়ির গ্লাস ভাংচুরসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় বাসের হেলপার রিয়াজসহ কয়েকজন যাত্রী আহত হন। এ ঘটনায় পুলিশ তৎপর হয়ে উঠে। ওই রাতে জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খানের নেতৃত্বে একদল পুলিশ বাবুর বাজার এলাকার জামায়াত-শিবির নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে দু’জন জামায়াত-শিবিরের নেতাকে আটক করে। আটককৃতরা হলেন জকিগঞ্জ উপজেলা দক্ষিণ শিবিরের সেক্রেটারী দেলোয়ার হোসেন লস্কর ও জামায়াত নেতা শিহাব উদ্দিন। আটক শিবির নেতা দেলোয়ার লস্কর সুলতানপুর গ্রামের মৃত আব্দুস সালাম লস্করের পূত্র ও জামায়াত নেতা শিহাব উদ্দিন ইছাপুর গ্রামের নুরই মিয়ার ছেলে। এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলা ও যাত্রীবাহী বাসে হামলাসহ নাশকতার একাধিক অভিযোগ রয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !