মোঃ এখলাছুর রহমান
জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের শাহগলি বাজার থেকে পার্শ্ববর্তী বিরশ্রী ইউনিয়নের মইয়াখালী বাজার পর্যন্ত মাত্র ৫ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় ৪০/৫০টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগে রয়েছেন। জানা যায়, উপজেলার পইলগ্রাম, বিলবাড়ি, কুদালিগ্রাম, আখাব, খিলগ্রাম, সমসখানী, উজিরপুর, জামডহর ও মইয়াখালী গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের ঘন বসতিপূর্ণ মেহনতি মানুষ দীর্ঘদিন থেকে রাস্তাটি পাকা না হওয়ায় অবহেলিত হয়ে পড়ে আছেন। দীর্ঘদিনেও রাস্তাটি পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে একটু বৃষ্টি হলেই হাঁঁটু পর্যন্ত কাদা জমে যায়। এছাড়া রাস্তা পাকাকরণের অভাবে এলাকার জনগণ শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য, কৃষিপণ্য বাজারজাতকরণসহ প্রশাসনিক কাজে যোগাযোগে চরম বিঘœ ঘটছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন শিশু-কিশোর, ছাত্র-ছাত্রী, অসুস্থ্য ও বয়োবৃন্দ লোকজন। স্থানীয়রা জানান, রাস্তাটি গত বছর বিশ্ব ব্যাংকের অর্থায়নে আর.টি.আই.পি.-টু প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়। সে অনুযায়ী মাঠ পর্যায়ে জরিপ কাজ সম্পন্ন হলেও রাস্তাটি এখন পর্যন্ত মেরামত ও পাকাকরণের কোন টেন্ডার আহবান করা হয়নি। অভিযোগ রয়েছে, জেলার এলজিইডি অফিসের কতিপয় অসাধু কর্মকর্তার অবহেলার কারণে রাস্তাটি টেন্ডার করণে বিলম্বিত হচ্ছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। এ প্রসঙ্গে পইলগ্রামের মুকিত খাঁন বলেন, রাস্তাটি মেরামত ও পাকাকরণের জন্য কয়েক বছর থেকে এমপি, মন্ত্রীসহ উর্ধ্বতন প্রশাসনিক কর্মকতাদের নিকট ধর্ণা দিয়েছি। কিন্তু আজ অবধি আশ্বাস ছাড়া কাজের কাজ কিছ্ইু হয়নি। তিনি বলেন, রাস্তাটি মেরামত ও পাকাকরণ না হওয়ায় এলাকার কৃষকরা তাদের কৃষিজাত পণ্য বাজার জাত করতে পারছে না। যোগাযোগ ব্যবস্থা অনুন্নত হওয়ায় এলাকাবাসীকে নতুন আত্মীয়তার বেলায় চরম উপেক্ষিত হতে হচ্ছে। আখাব গ্রামের লুৎফুর রহমান বলেন, রাস্তা পাকা না হওয়ায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীরা সময়মতো ক্লাসে যেতে পারে না। জরুরি ও মুমুর্ষ রোগীকে দ্রুত হাসপাতালে নেয়া সম্ভব হয়ে উঠে না। ফলে সময়মতো চিকিৎসার অভাবে অনেক জীবন অকালে ঝরে পড়ে। ভালো যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিভিন্ন এনজিও ও প্রশাসনিক কর্মকর্তারা এই এলাকায় তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে চাইলেও তা পারে না। বিরশ্রী ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, এ রাস্তা মেরামত ও পাকাকরণের দাবী আমাদের দীর্ঘদিনের। এনিয়ে প্রশাসনের সাথে অনেক যোগাযোগ করেছি তারপরও অদৃশ্য কারণে কাজ হচ্ছে না। তিনি বলেন, জনগুরুত্বপূর্ণ এ রাস্তা পাকাকরণ হলে বিরশ্রী ইউনিয়ন ও বারহাল ইউনিয়নের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হবে। এ ব্যাপারে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, রাস্তাটি নিয়ে যোগাযোগ মন্ত্রীর সাথে আলাপ করেছি। আশা করছি শীঘ্রই রাস্তাটির টেন্ডার আহবান করা হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !