স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের গঙ্গাজলে জমকালো আয়োজনে মহান ভাষা দিবস উদ্যাপন করেছে ট্যালেন্টস হোম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটি দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। মহান ভাষা দিবসে ছোট একটি প্রতিষ্ঠানের এমন আয়োজন দেখে অনেকেই প্রশংসা করেছেন। একুশে ফেব্র“য়ারি দুপুরে ট্যালেন্টস হোম প্রাঙ্গনে আয়োজন করা হয় ভাষা দিবসের আলোচনা সভা। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে আসেন জকিগঞ্জের জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবীদ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ। ট্যালেন্টস হোমের পরিচালনা পর্যদ সভাপতি সমাজসেবী আহমদ মনসুর আলমের সভাপতিত্বে ও পরিচালনা পর্ষদের সেক্রেটারি প্রভাষক আবুল কালাম আজাদের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, সিলেটের সহকারি পুলিশ সুপার (জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেল) জ্যোতির্ময় সরকার, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজনা সুলতানা হক চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নূরুজ্জামান, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আজির উদ্দিন, হাফসা মজুমদার মহিলা কলেজের প্রভাষক খালেদ মুহিউদ্দিন আজাদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আব্দুল্লাহ আল মামুন, সুলতানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাইস, সাংবাদিক সীমান্ত তরফদার মাসুদ, আহমদুল হক চৌধুরী বেলাল, এনামুল হক মুন্না, কে.এম. মামুন, চারিগ্রাম নিম্ন মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমানুর রশীদ, জালাল আহমদ, আব্দুস সাত্তার, আব্দুর রাজ্জাক প্রমূখ। আলোচনা সভার শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করে শিক্ষার্থী তাহের আহমদ ও দেশাত্মবোধক গান পরিবেশন করে ইমতেহাম উল্লাহ এবং জারিন তাসনিম। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক শিমুল আহমদ। আলোচনা সভা শেষে তিনশতাধিক শিক্ষার্থীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এ সময় মনোমুগ্ধকর সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ট্যালেন্টস হোক কর্তৃপক্ষ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !