আহমদুল হক চৌধুরী বেলাল
জকিগঞ্জের বারহাল ইউনিয়নের খিলগ্রাম (চল্লিশ ঘর) এর হাজী আয়াজ আলীর ছেলে ব্যবসায়ী জুবেল আহমদ (২৯) নিজ ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। গত ৯ ফেব্র“য়ারী সোমবার রাত ১টার দিকে সিলেট নগরীর খাসদবীর বন্ধন-ডি ৯/১ হাজী ভিলায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত জুবেল আহমদের পিতা হাজী আয়াজ আলী দীর্ঘদিন থেকে পরিবারের লোকদের নিয়ে এ বাসায় বসবাস করছেন। ঘটনার রাতে জুবেল নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরে দেখতে পান নিজ যমজ ভাই রুবেল মানষিক ভারসাম্যহীন হয়ে পরিবারের লোকদের মারধর করার চেষ্ঠা করছে। এমতাবস্থায় তিনি রুবেলকে আটকানোর চেষ্ঠা করলে সে আরও ক্ষিপ্ত হয়ে উঠে। একপর্যায়ে রুবেল হাতে থাকা ছোরা দিয়ে জুবেলের বুকে ও হাতে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে পড়েন যান। পরিবারের লোকজন তাৎক্ষণিক জুবেলকে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এ প্রসঙ্গে নিহত জুবেলের পিতা হাজী আয়াজ আলী বলেন, ‘জুবেল ও রুবেল তার যমজ সন্তান। রুবেলের জন্মের ১০ মিনিট পর জুবেলের জন্ম হয়েছিল। রুবেল আফ্রিকা থেকে দুইবছর আগে দেশে ফিরে। এরপর থেকে সে মানসিক রোগে ভুগছিল। প্রায়ই সে পরিবারের সদস্যদের সঙ্গে মারামারি করতো।’ সোমবার সকালে ডাক্তার দেখানোর কথা বলে রুবেল তার মা লেচু বেগমের কাছ থেকে দেড় হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়। রাত সোয়া ১১টায় রুবেল ছোরা হাতে বাসায় ফিরলে পরিবারের সবাই নিজ নিজ ঘরের দরজা বন্ধ করে দেন। রাত ১২টার দিকে জুবেল তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরলে তার মা রুবেলের কাছ থেকে ছোরাটি ছাড়িয়ে নিতে বলেন। ছোরা আনতে গেলে রুবেল ক্ষিপ্ত হয়ে জুবেলের বুকে ও হাতে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় রাত পৌনে ১টার দিকে জুবেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আয়াজ আলী জানান, নগরীর কোনাপাড়ায় জুবেলের একটি ভূষিমালের দোকান রয়েছে। তার দুই জন মেয়ে সন্তান রয়েছে। তাদের মধ্যে তাহসিনা জান্নাতের বয়স ৪ বছর ও তাসমিনা জান্নাতের বয়স ৪ মাস। হত্যাকান্ডের সংবাদ পেয়ে পুলিশ বাসা থেকে ঘাতক রুবেলকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি গৌছুল হোসেন বলেন, ‘ভাই হত্যার দয়ে রুবেলকে আটক করা হয়েছে। জুবেলের লাশ উদ্ধার করে সিলেট এম.এ.জি.ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !