.......... লোকমান উদ্দিন চৌধুরী
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা আওয়ামীগ সভাপতি ও হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষা জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই জাতিকে সামনের দিকে নিয়ে যেতে যা করার দরকার বর্তমান সরকার তাই-ই করছে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি সমাজের সকলকে সচেতন হতে হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা মূলক আয়োজন প্রশংসার দাবী রাখে। কেননা প্রতিযোগিতামূলক আয়োজন শিক্ষার্থীদের উৎসাহী এবং নতুন কিছু জানতে আগ্রহী করে। গত ১৬ ফেব্র“য়ারী সোমবার জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের মজলি গ্রাম সংলগ্ন মাঠে মজলি সমাজ কল্যাণ সংস্থার ৬ষ্ট কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্থার অর্থ উপদেষ্টা মনির উদ্দিনের সভাপতিত্বে ও সহ সভাপতি জসীম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজির উদ্দিন, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক আল মামুন, চারিগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমানুর রশিদ, ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা কেফায়াতুল কিবরিয়া চৌধুরী ও মোস্তফা উদ্দিন। বক্তব্য রাখেন চারিগ্রাম কেজি স্কুলের প্রতিষ্ঠাতা কে এম মামুন, সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম। কুইজ প্রতিযোগিতায় উপজেলা বিভিন্ন শ্ক্ষিা প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া বিজয়ী ২৫জন শিক্ষাার্থীকে অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ পুরষ্কার প্রদান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !