স্টাফ রিপোর্টার
বিদায় সংর্বধনা অনুষ্ঠানে রাজনৈতিক সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন জকিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুর রহিম। গত ১৬ ফেব্র“য়ারী সোমবার তাঁর প্রবাস যাত্রা উপলক্ষে সিলেটের একটি অভিজাত হোটেলে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এক সংর্বধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শেখ আব্দুর রহিম সতীর্থদের ফুলেল শুভেচ্ছা আর ভালবাসায় সিক্ত হন। জকিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃিতক জোটের সভাপতি নুরুল ইসলাম সুহেল এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক দেবাশীষ দেশ মুখ্য (রাজু) এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জালালাবাদ গ্যাসের পরিচালক ও জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটির সিলেট ইউনিটের সাধারন সম্পাদক আব্দুর রহমান জামিল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারন সম্পাদক আবু তাহের, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক ফরহাদ হোসেন খান, সিলেট জেলা আওয়ামীলীগের অন্যতম নেতা বুরহান উদ্দিন, সিলেট জেলা আওয়ামী প্রজন্মলীগের সাধারন সম্পাদক মাহমুদ হোসেন, সিলেট মহানগর যুবলীগের সদস্য আতিকুর রহমান মণি, সিলেট জেলা কৃষক লীগের সদস্য তুতিউর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের সহসভাপতি হুসাইন আহমদ চৌধুরী হাসান, সিলেট মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আব্দুল গফুর। বক্তব্য রাখেন পারভেজ আহমদ, কবির আহমদ, বিরাজ কান্তি দাশ তপু, ইমরান উদ্দিন চৌধূরী, আব্দুল ওয়াদুদ, শাহেল আহমদ, ফয়সল আহমদ চৌধুরী, কাওসার আহমদ, আমিনুল ইসলাম, তুহিন আহমদ ও রেজাউল করিম স্বপন প্রমূখ। অনুষ্ঠানে বক্তারা শেখ আব্দুর রহিমকে আওয়ামীলীগ পরিবারের সন্তান উল্লেখ করে বলেন, তার এ প্রবাস যাত্রায় জকিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট হারালো এক নিবেদিত কর্মীকে। সে ছিলো আওয়ামী ঘরানার নতুন প্রজন্মের রাজপথের সৈনিক। বক্তারা তাকে উদ্দেশ্যে করে বলেন, যেখানে থাকবেন সংগঠনের জন্য কাজ করবেন। দেশের থাকা সহকর্মীদের কাছ থেকে দেশের সাংগঠনিক খোঁজ খবর নিবেন। প্রযোজনে সংগঠনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর এটাই হচ্ছে সংগঠনের প্রতি একজন কর্মীর ভালোবাসার বহিঃপ্রকাশ। অনুষ্ঠান শেষে উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ অতিথিদের নিয়ে তাকে ক্রেষ্ট প্রদান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !