স্টাফ রিপোর্টার
দেশব্যাপী হরতাল, নৈরাজ্য, নাশকতা ও বোমা হামলার প্রতিবাদে জকিগঞ্জ পৌর যুবলীগ আয়োজিত সমাবেশ বক্তারা বলেছেন, নাশকতাকারীদের বিরুদ্ধে দেশব্যাপী জাগরণ সৃষ্ঠি হয়েছে। সন্ত্রাস-নাশকতাকারীদের এখন মানুষ ধরে ধরে আইন শৃংখলাবাহিনীর হাতে তুলে দিচ্ছে। এ ক্ষেত্রে যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থেকে সহিংসতা সৃষ্টিকারী বিএনপি, জমায়াত ও শিবিরের সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াত জোট অবরোধ ডেকে দেশের মানুষকে জিম্মি করে গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করবে আর যুবলীগ বসে বসে দেখবে সেটা হতে পারে না। এ ক্ষেত্রে যুবলীগ কর্মীরা জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সময়ের ব্যবধানে একজন নাশকতাকারীও গণরোষ থেকে রেহাই পাবে না। গত ১২ ফেব্র“য়ারী বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জ পৌর শহরের এম.এ.হক চত্বরে এ বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ পৌর যুবলীগের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আজমল হোসেনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা বুরহান উদ্দিন, জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা যুবলীগ নেতা আব্দুল মতিন, শাহিন আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোস্তাকীম হায়দর, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, জেলা ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান, জয়নাল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, নাসিম আহমদ, সিরাজ উদ্দিন, দক্ষিন সুরমা যুবলীগ আহবায়ক সুহেল আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা সুজেল আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। সমাবেশে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিএনপি-জামায়াত হরতালের মত জনবিচ্ছিন্ন কর্মসূচি দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে বিঘœ সৃষ্ঠি করেছে। মানুষ পুড়িয়ে তারা ক্ষমতার স্বপ্ন দেখছে। তাদের দেয়া হরতাল অবরোধে তারাই জনগন থেকে বিচ্ছিন্ন হচ্ছে। দেশের মানুষ তাদের কর্মসূচিকে প্রত্যাখ্যান করেছে। বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেল, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন নজরুল, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শফিউল আলম মুন্না, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুশ শহীদ, যুবলীগ নেতা আব্দুল কাইয়ূম, ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম শিমুল, সামাদ আহমদ, রাজু দেশমূখ্য ও মেহেদী হেলাল প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !