স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের ইনামতি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আগামী ১লা মার্চ রোববার জকিগঞ্জ আসছেন সুপ্রিম কোর্টের স্থায়ী বিচারপতি ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জাতীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম। জামিয়া ইসলামিয়া কাওমিয়া ইছামতি ইনামতির মুহতামীম মাওলানা মোঃ আব্দুল মালিক জানান, বিচারপতি আব্দুস সালাম আগামী ২৮ ফেব্র“য়ারি শনিবার দুপুরে সিলেটে পৌছে সার্কিট হাউজে রাত্রী যাপন করবেন। পরদিন ১লা মার্চ রোববার সকাল ৮টায় হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত শেষে জকিগঞ্জের উদ্দেশ্যে রওযানা হবেন। বেলা ১টা ৩০ মিনিটের সময় ইনামতি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে জোহরের নামাজ আদায় শেষে মাদ্রাসার কারিগরী শিক্ষা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করবেন। বিকাল সাড়ে ৩টায় হানিফগ্রামের লন্ডন প্রবাসী মাওলানা আব্দুর রবের বাড়িতে মহিলাদের উদ্দেশ্যে হেদায়াতী বয়ান পেশ করবেন। বিকাল সাড়ে ৪টায় বারঠাকুরী শাহ শিতালঙ্গঁ (রহ.) এর মাজার জিয়ারত শেষে সেখানে আছরের নামাজ আদায় করবেন। রাত সাড়ে ৮টায় পুনরায় ইনামতি মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত হয়ে প্রধান অতিথির বয়ান শেষে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। পথিমধ্যে তিনি হযরত ফুলতলী (রহ.) এর মাজার জিয়ারত করবেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !