স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের চালিয়ার হাওরে অভিযান চালিয়ে গত ৩ ফেব্র“য়ারী মঙ্গলবার জকিগঞ্জ থানার এসআই মনোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ৩ জোয়াড়ীকে আটক করেন। আটককৃতরা হলো উপজেলার লামারগ্রামের মৃত কুতুব আলীর ছেলে আব্দুল বারি, একই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে হানু মিয়া ও তেলীকান্দি গ্রামের মৃত আতর আলীর ছেলে কুতুব উদ্দিন। আটককৃতদের ঐদিন বিকেলে জকিগঞ্জ থানা পুলিশ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী অফিসার টিটন খীসার কার্যালয়ে হাজির করলে তিনি প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুর রহমান খাঁন জানান, চোর, ডাকাত ও জোয়াড়ীদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !