স্টাফ রিপোর্টার
দক্ষিণ এশিয়ার অন্যতম ইসলামি স্কলার, উত্তর-পূর্ব ভারতে আমীরে শরীয়ত, কুতবুল ইরশাদ শায়খুল মাশায়েখ আল্লামা তয়্যিবুর রহমান বড়ভূঁইয়ার জকিগঞ্জ আগমণকে কেন্দ্র করে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে ‘মাদ্রাসা দারুল হিকমাহ আল-ইসলামিয়া’। জকিগঞ্জ পৌর শহরে অবস্থিত এ প্রতিষ্ঠানে উদ্যোগে আগামী ২৫ ফেব্র“য়ারী, বুধবার সকাল ১০ ঘটিকার সময় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দোয়া পরিচালনা করবেন ভারত থেকে আগত আল্লামা তয়্যিবুর রহমান বড়ভূঁইয়া (এম.এ. স্বর্ণপদ ও এম.এম. রাষ্ট্রিয় পদপ্রাপ্ত)। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠানে সভাপতি মাওলানা মুখলিসুর রহমান ও পরিচালক মাওলানা আলাউদ্দিন তাপাদার অনুরোধ জানিয়েছেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !