.......... ইউএনও টিটন খীসা
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা বলেছেন, ২০২১ সালের মধ্যে দেশকে ডিজিটাল দেশে পরিণত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রাণালয় এর ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ” গর্ভনমেন্ট ফেইজ- (ইনফো) সরকার প্রকল্প অধীনে মোট ২৫টি ট্যাব জকিগঞ্জ উপজেলার কর্মকর্তাবৃন্দকে প্রদান করেছে। যাতে স্থানীয় সরকারের সর্বস্থরের ডিজিটাল কার্যক্রম চালু হয়। তিনি গত ৮ ফেব্র“য়ারী রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ট্যাব হস্তান্তরকালে এসব কথা বলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট থেকে ট্যাব গ্রহণ করেন উপজেলা সমাজসেবা অফিসার দেবব্রত দাস, শিক্ষা অফিসার শফিকুল ইসলাম খান, পিআইও শাহাদাৎ হোসেন ভূঁইয়া, পল্লী বিদ্যুতের ডিজিএম সুজিত রায়, যুব উন্নয়ন অফিসার নুরুজ্জামান, সমবায় অফিসার মাহবুবুর রহমান, মহিলা বিষয়ক অফিসার জেসমিন আক্তার, পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মুহাইমিন চৌধুরী, মৎস্য অফিসার আনিছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, কৃষি অফিসারের পক্ষে আবু সা’দ সরকার ও নির্বাচন অফিসারের পক্ষে আব্দুস সাত্তার প্রমূখ।
উল্লেখ্য যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রাণালয় এর ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ” গর্ভনমেন্ট ফেইজ- (ইনফো) সরকার প্রকল্প অধীনে জকিগঞ্জ উপজেলায় মোট ৩১টি ট্যাব প্রদান করা হয়। তন্মধ্যে ২৫টি ট্যাব বিতরণ করা হয়। বাকি ৬জন অফিসার না থাকায় তা উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংরক্ষিত রয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !