এসআই শাকুরের পুন:রিমান্ড ও পলাতক
আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবী
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে ইতিহাস রচনা করলো “শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চ”। একই সময়ে পুরো উপজেলা জুড়ে হাজার হাজার মানুষের মানববন্ধন এবার প্রমাণ করলো জকিগঞ্জবাসী অন্যায়ের প্রতিবাদ করতে জানে। গত ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জকিগঞ্জ সরকারী কলেজের সম্মুখ থেকে পৌরশহর হয়ে শরীফগঞ্জ বাজার পর্যন্ত দীর্ঘ ১৫ কিলোমিটার জায়গা জুড়ে মানবন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। একই সময় উপজেলার সব ক’টি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে এলাকাবাসীকে নিয়ে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। সারিবদ্ধ হয়ে সুশৃংখলভাবে ব্যানার, প্লেকার্ড ও নানা শ্লোগান সম্বলিত ব্যাজ ধারণ করে মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চের দ্বিতীয় দফা ঘোষিত কর্মসূচীর শেষ দিনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে এক সংক্ষিপ্ত পথ সভায় সভাপতিত্ব করেন শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চের সভাপতি ও সাজ্জাদ মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন। প্রতিবাদী মঞ্চের সেক্রেটারী ও গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক আবুল কালাম আজাদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন হাফছা মজুমদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নিয়াজুর রহমান, গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, সহকারী অধ্যাপক হরিপদ দত্ত, প্রভাষক খালেদ মুহিউদ্দিন আজাদ, আনোয়ারুল আলম, নজরুল ইসলাম, সিপ্রাদাস, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফদ্বলুর রহমান, সুপার আব্দুল কুদ্দুস, জকিগঞ্জ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহীদ তাপাদার, সাংবাদিক আল মামুন, সাংবাদিক শ্রীকান্ত পাল, কে এম মামুন, এনামুল হক মুন্না, মানবাধিকার কর্মী ফখরুল ইসলাম, শিহাবুল হক পারভেজ, প্রধান শিক্ষক আব্দুল খালিক, জামাল উদ্দিন লস্কর, বাহার উদ্দিন, কামরুজ্জামান, রানী কাজল, প্রদীপ চন্দ্র দত্ত, শিক্ষক সুহেল কাজিম, কয়ছর আহমদ, আব্দুল আজিজ, মাওলানা আব্দুল মন্নান, মাওলানা রফিকুল ইসলাম চৌধুরী, শিমুল আহমদ, অসীম কান্তি ভৌমিক ও শাহীন আহমদ প্রমূখ। এ সময় বক্তারা এসআই শাকুরের পুন:রিমান্ড ও পলাতক আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানিয়ে বলেন, এই নির্মম হত্যাকান্ডের সঠিক তথ্য উদঘাটন পূর্বক প্রভাবমুক্ত থেকে সকলের কাছে গ্রহণযোগ্য চার্জশীট প্রদান করতে হবে। বক্তারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন, সুষ্ট ও গ্রহণযোগ্য তদন্ত রিপোর্ট প্রদানের ক্ষেত্রে কোন ধরণের টালবাহানা করা হলে জকিগঞ্জবাসী তা মেনে নেবে না। উপজেলার সর্বস্তরের মানুষ প্রয়োজনে কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
উল্লেখ্য গত ৮ জুলাই নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় আপন ভাইয়েরা সম্পত্তির লোভে উপজেলার ঘেছুয়া গ্রামের মুজম্মিল আলীর পুত্র সুনামগঞ্জের জগন্নাৎপুরের স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল করিমকে হত্যা করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !