স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে বাংলাদেশ স্কাউটের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত ২৯ সেপ্টেম্বর সোমবার জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট সভাপতি টিটন খীসার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক সিতাংশু বিশ্বাসের পরিচালনায় সভার শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা নাইমুল হক খাঁন ও গীতাপাঠ করেন বিশ্বজিৎ রায়। স্বাগত বক্তব্য রাখেন গণিপুর কামালগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজির উদ্দিন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ও স্কাউটের যুগ্ম সম্পাদক মোঃ আব্দস শাকুর। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া বেগম, কাজলসার ইউনিয়ন চেয়ারম্যান এম.এ.রশীদ বাহাদুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম খাঁন, জকিগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাহতাব উদ্দিন, স্কাউটের আঞ্চলিক সহকারি কমিশনার অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, স্কাউটের আঞ্চলিক সহকারী পরিচালক আনোয়ার হোসেন, জেলা কাব লিডার আবুল কালাম আজাদ, স্কাউটের প্রাক্তন সম্পাদক আব্দুস ছুবহান, আজীবন সদস্য কেফায়াতুল কিবরিয়া চৌধুরী, আব্দুল আহাদ ও কাব লিডার আসমা বেগম প্রমূখ। সভায় প্রাক্তন স্কাউটার প্রাক্তন সম্পাদক আব্দুস ছুবহান, সহ-সভাপতি আকরাম আলী, কমিশনার আব্দুল হান্নান, কাব লিডার আবুল কালাম আজাদ ও সম্পাদক সিতাংশু বিশ্বাসকে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকেও ক্রেস্ট প্রদান করেন স্কাউট নেতৃবৃন্দ। সভায় পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসাকে সভাপতি ও সম্পাদক আমান উদ্দিন, সিতাংশু বিশ্বাসকে স্কাউট লিডার ও আসমা বেগমকে কাব লিডার করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !