স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আওয়ামীলীগের প্রার্থী নাসিম আহমদ ও বিএনপির প্রার্থী অধ্যপক বদরুল হক বাদল। আজ বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই দুই প্রার্থী নিজেদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী। এরা হলেন সদ্য পদত্যাগকারী প্যানেল মেয়র-১ আব্দুল মালেক ফারুক (জাপা), বিগত পৌরসভা নির্বাচনে জাপা সমর্থিত প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক (সতন্ত্র), সোনার বাংলার এমডি মোঃ জাফরুল ইসলাম (খেলাফত মজলিস), ব্যবসায়ী ইমরান আহমদ (জামায়াত) ও ব্যবসায়ী আব্দুর রহমান লুক (স্বতন্ত্র)। উল্লেখিত প্রার্থীদের কেউই আওয়ামীলীগ বা বিএনপি সমর্থক নন। এনিয়ে এলাকায় বেশ আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছে। স্থানীয়রা জানান, বিগত পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি একাধিক প্রার্থী নিয়ে চরম বিপাকে থাকলেও এবার দল দু’টি প্রার্থী সংকটে ভূগছে। এতে প্রমাণিত হয়, সময়ের ব্যবধানে জকিগঞ্জে আওয়ামীলীগ-বিএনপির কর্মকান্ড স্তবির হয়ে পড়েছে, নতুবা দল দু’টি সম্পূর্ণ অগুছালো। এ ব্যাপারে জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাসিম আহমদ বলেন, দলীয় ফোরামে আলোচনার পরিপ্রেক্ষিতেই তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জকিগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল বলেন, কাউকে সমর্থন করে নয় পারিবারিক সমস্যার কারনেই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
উল্লেখ্য যে, জকিগঞ্জ পৌরসভার মেয়র আনোয়ার হোসেন সোনাউল্লাহ গত ২০ জুলাই মৃত্যুবরণ করলে পদটি শূন্য হয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর জকিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !