স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপি শাখার ত্রিবার্ষিক সম্মেলন গত ৫ সেপ্টেম্বর শাহবাগস্থ শ্রী শ্রী রাধা গবিন্দ জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়। বারহাল ইউপি ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি প্রদ্যুৎ দাস (রতন) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজয় দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টৃান ঐক্য পরিষদের আহ্বায়ক ডাঃ বিভাকর দেশ মূখ্য। প্রধানবক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ভোলন দেব (পার্থ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের নেতা দেবাশিস দেশ মূখ্য (রাজু), নির্মল রায়, বিকাশ চন্দ্র, সুসঞ্জিত দাস, বিপুল বিশ্বাস ও ধর্মীয় আলোচক শ্রী জগন্নাথ গোস্বামী । সভায় প্রদ্যুৎ দাস (রতন) কে সভাপতি ও সুরজিত দাস কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !