স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের আলোচিত শিক্ষক আব্দুল করিম খুনের ঘটনায় আদালতে স্বাক্ষীর জবানবন্দী দিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী নিহত আব্দুল করিম স্যারের ভাগনা আলী ও ভাগনী কলি। গত ৭ সেপ্টেম্বর রোববার সকালে এ দুইজন জকিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আকবর হোসেনের আদালতে স্বাক্ষ্য প্রদান করেন। জকিগঞ্জ থানার ওসি জামশেদ আলম জানান, আলী ও কলি এই দুইজন শিক্ষক আব্দুল করিম খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা দুইজন রোববার আদালতে স্বাক্ষীর জবানবন্দী প্রদান করেছেন। জকিগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি এডভোকেট কাওছার রশীদ বাহার জানান, নিহতের ভাগনা ও ভাগনী ছিল শিক্ষক করিম হত্যার প্রত্যক্ষদর্শী। তারা দু’জন নানা বাড়িতে থাকার সুবাদে ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রত্যক্ষ করেছেন। তাই তারা দুইজন আদালতে স্বাক্ষীর ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছেন। জবানবন্দী প্রদানকালে তারা তাদের দেখার ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এর আগে শিক্ষক করিম খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছিলেন নিহতের ভাই ফাহিম ও ছোট ভাই রহিমের স্ত্রী মামলার আসামী শেফা বেগম।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !