.......... সেলিম উদ্দিন
স্টাফ রিপোর্টার
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, জীবনে আমি যা পেয়েছি তাতেই সন্তুষ্ট। পার্লামেন্টের মেম্বার হয়েছি তাই মানুষের জন্য কিছু করতে চাই। আর জকিগঞ্জ-কানাইঘাটের একজন খাদেম নির্বাচিত হওয়ায় এলাকার মানুষের দাবী আদায়ে আমি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবো। আমার একটাই চাওয়া আমি মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। তিনি গত ২০ আগস্ট বুধবার জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের সাতঘরী গ্রামে ২ কিলোমিটার বিদ্যুৎ লাইনের উদ্বোধনকালে এসব কথা বলেন। ইলাবাজ গ্রামের সমাজসেবী ফারুক আহমদের বাড়ীতে আয়োজিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য আব্দুল খালিক। এ সময় উপস্থিত ছিলেন জকিগঞ্জ পল্ল¬ী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আকতারুজ্জামান, সিলেট জেলা জাপার সহ-সভাপতি আব্দুশ শহীদ লস্কর বশীর, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মর্তুজা আহমদ চৌধুরী, উপজেলা জাপার সহ-সভাপতি আব্দুল মালিক মানই, সাধারন সম্পাদক হেলাল লস্কর, যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান, পৌর জাপার সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা যুব সংহতির আহবায়ক জালাল আহমদ, পৌর যুব সংহতির সভাপতি মকু মিয়া, উপজেলা জাপার সাবেক সভাপতি আব্দুল জলিল মেম্বার, সহসভাপতি মোস্তাক লস্কর, ্সাবেক সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন মুক্তা, মানিকপুর ইউপি জাপার সাধারন সম্পাদক নোমান আহমদ, কাজলসার ইউপি জাপার সাধারন সম্পাদক কামাল আহমদ, সাবেক যুব সংহতি সভাপতি আব্দুল মতিন, সুলতানপুর ইউপি জাপার যুগ্ম সাধারন সম্পাদক হাসান আহমদ, জাপা নেতা শামীম মেম্বার, মোস্তফা আহমদ, সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমান, বছল আহমদ, হারিস আহমদ, আব্দুল আহাদ, ওলিউর রহমান, সমাজসেবী আফতাব হোসেন, আব্দুর রাজ্জাক ও আব্দুস সামাদ প্রমূখ। এদিকে ঐদিন এমপি সেলিম উদ্দিন মজুমদারী হাওর পরিদর্শন করেন। বিকেলে জবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে একটি ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন এবং পাঠানচক প্রাথমিক বিদ্যালয়ে ৮ টি ফ্যান এমপি নিজস্ব তহবিল থেকে প্রদান করেন।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !