স্টাফ রিপোর্টার
জকিগঞ্জে শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চ ঘোষিত মাসব্যাপী প্রথম দফা কর্মসূচী শেষে দ্বিতীয় দফা কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এবারের কর্মসূচীর মধ্যে রয়েছে ৫ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩টায় জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে মামলার অগ্রগতি নিয়ে সকল মানবাধিকারকর্মীর সাথে মতবিনিময়। ৮ সেপ্টেম্বর সোমবার বেলা ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকল স্তরের শিক্ষক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও সকল সামাজিক সংগঠনের সমন্বয়ে মানববন্ধন। ১৪ সেপ্টেম্বর রোববার বিকাল ৪টায় জকিগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলার সকল সাংবাদিক এর সাথে মামলার সর্বশেষ অবস্থা নিয়ে মতবিনিময় সভা। ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র/ছাত্রী ও শিক্ষকের কালো ব্যাজ ধারণ। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ২টা ৩০ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত জকিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে উপজেলাব্যাপী সকল শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে মানববন্ধন। সর্বশেষ ঐদিন বিকাল ৪টায় জকিগঞ্জ পৌর শহরে এক পথ সভার মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। তবে অবস্থা বিবেচনায় কর্মসূচী পরিবর্তন হতে পারে বলে শিক্ষক করিম হত্যার প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে জানানো হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !