স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের ছবড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পঞ্চম শ্রেণীর ছাত্র আব্দুল মোত্তালিব (১২) কে পেটালেন এক যুবক। জানা যায়, গত ২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় স্কুলের ক্লাস কক্ষে প্রবেশ করে ঐ যুবক বেধড়ক মারপিঠ করে আহত করে আব্দুল মোত্তালিবকে। স্থানীয়রা জানান, আব্দুল মোত্তালেবের সাথে তার সহপাঠী সাহেদ আহমদের স্কুলে কথা কাটকাটির জের ধরে সাহেদের পিতা তাজ উদ্দিন স্কুলে প্রবেশ করে বেধড়ক মারপিঠ করেন। এসময় স্কুলের প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক কেউই স্কুলে উপস্থিত ছিলেন না। আব্দুল মোত্তালেবের বড় ভাই আব্দুল মুকিত জানান, তার ভাই বেধড়ক মারপিঠের কারনে গুরুত্বর আহত। পরদিন সে স্কুলে যেতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, স্কুল শিক্ষকরা প্রতিদিন কর্মস্থলে সময়মত উপস্থিত না থাকায় এঘটনার সুত্রপাত হয়েছে। মারপিঠের বিষয়টি তিনি স্কুলের প্রধান শিক্ষক রানী কাজল ও স্কুল কমিটির সভাপতি আব্দুল আজিজকে অবগত করলেও তারা কোন সমাধান করতে পারেননি।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !