জকিগঞ্জে ডাক্তাররা থাকবেন তো?
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডাক্তার নিয়োগ দেয়ার সংবাদে উপজেলাবাসীর মাঝে আনন্দের ঢেউ লেগেছে। জকিগঞ্জে চিকিৎসকের অভাবে সময়ে সময়ে রোগীরা নানা দূর্ভোগ পোহানোর পর এবার এক সাথে ৯ জন ডাক্তার পেয়ে জকিগঞ্জের সাধারণ মানুষ বেশ আনন্দিত। এনিয়ে উপজেলার সচেতন মহলে চলছে নানা আলোচনা। গ্রামের সাধারণ মানুষের প্রশ্ন-জকিগঞ্জে ডাক্তাররা থাকবেন তো? কেননা জকিগঞ্জ উপজেলা জেলা শহর থেকে দূরবর্তী ও অনুন্নত এলাকায় হওয়ায় এখানে ডাক্তারা এসে বেশী দিন থাকেন না। নিয়োগ লাভের পর থেকেই বদলীর জন্য তদবীর শুরু করেন। যার ফলে বছর ঘুরতে না ঘুরতে আবার প্রায় সকলেই চলে যান। তবে এবারের নিয়োগ প্রাপ্তদের ক্ষেত্রে এমনটি হবে না হওয়ার আভাস পাওয়া গেছে। জানা যায়, গত ২০ আগস্ট বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জকিগঞ্জ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ কার্যদিবসের মধ্যে ৯ জন ডাক্তার নিয়োগের জন্য বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে ৩ জন ডাক্তার যোগদান করেছেন। তারা হলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন-অর-রশীদ, মেডিকেল অফিসার ডাঃ সুদর্শন সেন ও ডাঃ রেজওয়ানা হাবীবা। নিয়োগ প্রাপ্ত অন্যান্যরা হলেন ডাঃ রুহুল আমিন, মেডিকেল অফিসার/সহকারী সার্জন, খলাছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডাঃ আব্দুশ শহীদ, মেডিকেল অফিসার/সহকারী সার্জন, আটগ্রাম উপঃ স্বাস্থ্য কেন্দ্র, ডাঃ মোকাদ্দস হোসেন, মেডিকেল অফিসার/সহকারী সার্জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জকিগঞ্জ, শেখ আব্দুল আহাদ, মেডিকেল অফিসার/সহকারী সার্জন, বীরশ্রী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডাঃ ইব্রাহীম হোসেন, মেডিকেল অফিসার/সহকারী সার্জন, মানিকপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডাঃ আহম্মদুজ্জামান খান, মেডিকেল অফিসার/সহকারী সার্জন, সুলতানপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডাঃ কামাল হোসেন, মেডিকেল অফিসার/সহকারী সার্জন, বারঠাকুরী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডাঃ নুরুল আমিন চৌধুরী, মেডিকেল অফিসার/সহকারী সার্জন, জকিগঞ্জ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ডাঃ রবিন, মেডিকেল অফিসার/সহকারী সার্জন, মুন্সীবাজার উপঃ স্বাস্থ্য কেন্দ্র।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !