..........মাওলানা নেহাল আহমদ
স্টাফ রিপোর্টার
খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ বলেছেন, দেশের প্রতিটি মানুষ আজ চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। অপহরণ, গুম, খুন, বন্ধ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। তাই জনগণের জান মাল ইজ্জতের নিরাপত্তা সহ মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সকল কে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে হবে। কারণ খেলাফত ব্যবস্থা ছাড়া সমাজ ও রাষ্ট্রে শান্তি সম্ভব নয়। আর এ মহান লক্ষ্যে খেলাফত মজলিস সুপরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। তিনি গত ২২ আগস্ট শুক্রবার বিকালে জকিগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের ষন্মাষিক শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা খেলাফত মজলিসের সহ সভাপতি মাষ্টার জাকির হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদারের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক ছাহেবজাদায়ে মামরখানী মাওলানা আব্দুল কারিম। বক্তব্য রাখেন সৌদী আরব প্রবাসী খেলাফত মাজলিস নেতা মাওলানা আব্দুল করিম, উপজেলা খেলাফত মজলিস নেতা মুহাম্মাদুল্লাহ বুলবুল, আব্দুল গনী, মাওলানা আব্দুল হালিম, আব্দুল হামিদ জালাল, নজরুল ইসলাম, আবুল কাসেম সিদ্দিকী, কামাল আহমদ খাঁন, মাওলানা রশিদ আহমদ, আব্দুল গফুর, ছাত্র মাজলিস নেতা জেলা ছাত্র মজলিস নেতা খায়রুল ইসলাম, উপজেলা ছাত্র মজলিসের গোলাম কিবরিয়া ও জাবের আল হাসান প্রমূখ। সভায় বিগত ৬ মাসের রিপোর্ট পেশ করে এর উপর পর্যালোচনা করা হয় ও আগামী ৬ মাসের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়া আগামী ৪ সেপ্টেম্বর জেলা শাখার সম্মেলনে নির্ধারিত ডেলিগেটদের উপস্তিতি নিশ্চিত করতে আলাদা পরিকল্পনা নেওয়া হয়।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !