
জকিগঞ্জে একের পর এক চুরি-ডাকাতি চলছে। চলতি সেপ্টেম্বর মাসের প্রথম সাপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকায় ২টি ডাকাতি ও ৪টি চুরির ঘটনা ঘটে। এ সকল চুরি-ডাকাতির ঘটনায় মানুষ আতংকিত হয়ে পড়লেও পুলিশ চুর-ডাকাতদের ধরতে পারছে না। এনিয়ে জনমনে চরম অসন্তোষ বিরাজ করলেও বন্ধ হয়নি চুরি। কালিগঞ্জ বাজারে এবার দু’টি দোকানে চুরি সংঘটিত হয়েছে। জানা যায়, গত ৬ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে কসকনকপুর গ্রামের আব্দুল মান্নানের রড সিমেন্টের দোকান ও রসুলপুর গ্রামের হানিফ চৌধুরীর স্যানেটারী দোকানের সাটার ভেঙ্গে চুরেরা নগদ টাকা পয়সা নিয়ে পালিয়ে যায়। শুধু তাই নয় মাত্র দুই সাপ্তাহ পূর্বে একই বাজারের জয়নাল আবেদীনের চালের আড়ৎ থেকে প্রায় এক লক্ষ টাকা এবং এর কিছুদিন পূর্বে নজরুল ইসলামের মোবাইল সেন্টার ও গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার থেকে প্রায় চার লক্ষ টাকা চুরি হয়েছে।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !