..........আল্লামা হাবিবুর রহমান
স্টাফ রিপোর্টার
জকিগঞ্জের ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও বর্তমান গভর্ণিংবডির সভাপতি প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা হবিবুর রহমান বলেছেন, ইসলামিক শিক্ষাই হচ্ছে বিজ্ঞানময়। তাই ইসলামের আলোকে সকলের জীবন পরিচালনা করা উচিত। কেননা ইসলামী তাহযিব তামাদ্দুন থেকে দূরে সরে গেলে মুসলমানদের উপর বিপর্যয় চলে আসবে। যার কিছুটা আলামত বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে পরিলক্ষিত হচ্ছে। তিনি নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনে তোমাদেরই গড়তে হবে নতুন এক দুনিয়া। সেজন্য তোমরা আগামী দিনে নিজেদের মেধাবী করে গড়ে তুলতে হবে। গত ৭ সেপ্টেম্বর রোববার সকালে জকিগঞ্জের প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইছামতি দারুল উলুম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুক আহমদের সভাপতিত্বে ও হবিবিয়া ছাত্র সংসদের ভিপি মোঃ আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল এবং জিএস আবু সুফিয়ানের যৌথ পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র ক্বোরআন তেলাওয়াত করেন মা’রুফ আহমদ, এবং নাতে রাসুল (সা:) পরিবেশন করে সুজাত নূর। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু জাফর মোঃ রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস ছালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম খাঁন ও জকিগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ আবুল কাশেম। বক্তব্য রাখেন মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আছদ্দর আলী চানপুরী, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, মাওলানা আতিকুর রহমান, তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা সভাপতি উসমান গনী, সাধারণ সম্পাদক সাইফুর রহমান (শিপু), উপজেলা তালামীয সভাপতি মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী ও সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ। শিক্ষার্থীদের মধ্যে অভিব্যক্তি ব্যক্ত করেন সাবেক ভিপি দেলোয়ার হোসেন, জহির আহমদ, আকতার হোসেন, আইমান, ইমরান ও জাহেদ প্রমূখ।
0 মন্তব্য:
Speak up your mind
Tell us what you're thinking... !